মাটির নিচে কারা শুয়ে
মন বুঝে না কিছু,
দিবারাত্রি চলি ফিরি
মাথা হয় না নীচু।

কবরে উপর কবর হলো
তার উপরে বাসা,
ধনী হবো পৃথিবী জোড়া
ইচ্ছে আমার খাসা।

রাত যায়তে দিন যে আসে
মন বুঝে না হায়,
আমল ছাড়া শূণ্য পকেট
আমার কিছু নাই।

কবরে উপর বাড়ী করছি
থাকবে তিন পুরুষ,
উচ্চ বিলাসী নাটের গুরু
থাকবে না কারো হুশ।

লাশের উপর লাশ জমেছে
বাড়ছে আরো লাশ,
সম্পদে করি বাড়াবাড়ি
হিংসা বিবাদ চাষ।

জান্নাত যেন পৌত্রিক ভিটে
স্বপ্নে কেনা বাড়ি,
বড়াই করে দেই অট্টহাসি
আহা!  মনোহারি।

কবর তোমার পায়ের নীচে
কত লাশের মিছিল,
তুমি-আমি চৌদ্দ পুরুষ
কিম্বা হাবিল কাবিল।

গায়ের রক্ত হিম হলো হায়
ভাবতে এসব কিছু,
জীবন কী চলবে আপন মনেই?
আমল নিবে না পিছু.?

    ৷৷কবর৷৷