অদৃশ্য এক শক্তি দেখো
ধরছে আমেরিকা,
একে একে পুড়ছে শহর
যেনো মৃত্যুপুরী আঁকা।

প্রযুক্তি ও লোকজনবল
পাশের যত দেশ,
সবাই মিলে করে চেষ্টা,
থামে না তবুও রেশ।

পর্নের এক সেরা শহর
অবাধ্য এক জাতি,
অদৃশ্য এক ইশারায়
পুড়ছে দিন রাতি।

শান্তা না-কি শান্তি আনে
বড় দিনের রাতে,
সান্তা আনার মিষ্টি বাতাস
অগ্নির সাথে মাতে।

সান্তা আনা বয়ছে আর
আগুন যাচ্ছে বেড়ে,
একে একে ধন-সম্পদ
সব নিচ্ছে কেড়ে।

এই শহর ছেড়ে ঐ শহর
আগুন চারিদিকে,
গাজার কষ্ট আম্রিকায়
কে দিচ্ছে এঁকে?

অদৃশ্য এক শক্তি দেখো
পুড়ায় যাচ্ছে শহর,
তারপরেও অন্তরে ওরা
আটকে রাখে মোহর।

বিশ্বাস তাদের হয় না তবু
নেই কেনো ভক্তি?
আমেরিকা দেখো চক্ষু মেলে
অদৃশ্য এই শক্তি।