স্বপ্ন ছিলো আকাশ ছুঁয়ার
সাধ্য ছিলো কম,
ছুটতে গেলেই তখন আবার
ফুরিয়ে যেত দম।
রক্ত মাংস গরম করে
হাঁটতে গেলে কিছু,
জড়তা নিয়ে শরীর আমার
চলে যেতো পিছু।
জীবন বুঝি আমারই না
খুঁজে মরি হায়!
সাথে থেকে উত্সাহ দিবে
এমন কেউ নাই।
একলা দিন একলা রাতে
ভাবি একা একা,
সফলতার সেই সিঁড়িটা
দিলো না তো দেখা।
জীবন যখন ছুটতে যায়
লক্ষ্য থাকে দূরে,
আমার কবর তখন যেন
নিজেই রাখি খুঁড়ে।
মন চাই শুধু যায় চলে
আঁখি থাকবে শুধু,
নির্জনতায় চুপটি থেকে
হয়ে যাই যে সাধু।
এই সমাজের মহাজনেরা
মারে বারে বারে,
জিততে জিততে এই জীবন
বারে বারে হারে।
অশ্রু ঝরে চোখের কোণে
একলায় মুছি আমি,
আর কেউ নয় আমার কাছে
আমি শুধুই দামি।
কাউকে নয় আমার কথা
আমিই শুধু জানি,
আমার মনের আদেশগুলো
আমিই শুধু মানি।
যে যা-ই বলুক মনের কোণে
রাখবো না আর ব্যথা,
বলবো শুধু মনের সাথে
একলা আমি কথা।
এগিয়ে যাবো নব সূর্যে
আনতে আবার ভোর,
সফল হবোই ওপাশ থেকে
কেউ না খুলুক দোর।