বন্ধুত্ব !!!!!
আমাকে হাসালে!
আমরাতো মানুষ রক্তে মাংসে!
আমাদের মাঝেই আছে নাকি!
প্রেম!ভালোবাসা! অনুরাগ!
আমি বিশ্বাস করিনা!
আমাদের হৃদয়ে আজকাল আর রক্তমাংস নাই!
ওখানকার গৃহটায় বর্তমান রক্ত মাংসের গন্ধ নাই!
আমিতো খুজে পেলাম না!!
তোমরা কি পাও!
জানি পাবে না!
পেলেও অতটা না!
অস্পষ্ট এই পেলে এই হারালে!
হংসির শ্যামুক খুজতে দেখেছি!
কাদামাখা ঘোলা জলে!
সে পেয়েছে তার খাবার!
জুড়ায়েছে অন্তর! ডুবায়েছে শরীর অতল জলে!
আমি পাইনি খুজে একটি হৃদয়!
স্বচ্ছ আলোয় অথবা আধারে!
জুড়াতে পারি নাই প্রাণ!
ডুবাতে পারি নাই জীবন অথৈ প্রেমে!
প্রতিবন্ধকতা!
আজকাল আর রক্ত মাংসের হৃদয় নাই!
তুলার মত নরম!
সবিই ভয়ংকর!
তাই ক্ষমা করো মোরে।
বন্ধুত্ব !
আমি আর চায় না!
একাকী মরতে চায়!
আজই অথবা কালই!
নতুবা হাজার বছর পর!
তবুও বন্ধুত্ব নয়!