পুড়ে মরাটা একান্ত ভেতরকার
পৃথিবীর অজানায় থাকে।
বিরহে কেউ পুড়ে
কেউ ভালোবেসে।
যারা পুড়ে না,
তারা ভোঁতা,
প্রেমহীন,
নিরস।
তাদের জন্য হয়তো পৃথিবীর সব সুখ,
সব সম্পদের মহড়া তাদের হাতে,
নিরবিচ্ছিন্ন প্রেমের সুখ
তারা কখনো পায়নি।
তারা হারায়না,
খুঁজে না,
নিথর।
কখন কোন কারণে
কে জ্বলে পুড়ে মরে,
কেউ জানে না।