তার ইচ্ছাতে চলতে হবে বলতে হবে কথা,
একটুখানি চোখ রাঙালে মনে লাগে ব্যথা।
গল্প হবে, কথা হবে, সময় যাবে কখন
কিচ্ছু তার ভাল লাগে না পাশে থাকি যখন।
ভালো গল্প ভূতের গল্প সবই তার জানা,
বলতে হবে, থামতে হবে, আছে শত মানা।
ঘুমের ঘোরেও কান ধরবে, বলে তার নাকি,
বাবার কান ধরলে পরে লাগে অনেক সুখী।
মুখের কথা কেড়ে নিয়ে, বলবে এবার শোনো।
মিষ্টি এক ভূতের গল্প তুমি কি বাবা জানো?
সেই ভূতের নাক লম্বা, চোখদুটো খুব বড়,
পা দুটি অনেক লম্বা, লম্বা ভূতের ধড় ও।
কত ভূতের কথা বলে গল্প নাকি সাচ্চা,
চিকন ভাতের ঘরে নাকি আছে এক বাচ্চা।
এমনি করে নিজের থেকে গল্প যাবে বলে,
তার কথা বাদ দিয়ে তাই কেমনে বাবা চলে!!
চুপচাপ তার পাশে শুয়ে গল্প শত শুনি,
গল্প চলে, সমান তালে দেয় যে কান টানি।
মিষ্টিমুখের মিষ্টি বাবা হৃদয়পুরের রাজা,
সেই রাজ্যে আমায় সেজে থাকতে হবে প্রজা।