সতেরই রমজান আজ বদরের দিন,
শুক্রবারই ছিলো , আজও সেই দিন।
নেতা ছিলেন সেই যুদ্ধে নবী ইয়াসিন
৩১৩ সাহাবি, হাজার কাফিরিন।
মুমিন আর কাফেরের লড়াইয়ের দিন,
দূর করে মুসলিম ইমানের ঋণ।
কাফেরের পরাজয়, আবু জাহেল বিলীন,
উড়ালো পতাকা সব মুসলিমিন।
বাজবে আবার সে বিজয়ের বীণ,
আরাকান আফগান বা ফিলিস্তিন।
শহিদের রক্ত হয় না কখনো বিলীন,
ভারত, কাশ্মির কিংবা চীন।
ফিরে এসো জিহাদে দেখাও সেই দিন,
বিজয়ী বিজয়ী হবেই মুমিন।
এলো ভাই, এলো বোন, বদরের দিন
ইমানি চেতনায় হও বিলীন।