অফিসের বড় স্যারে
মাইন্ড করেছে খুব,
পদ-পদবীর পায়ে সে
নিত্য জ্বালে ধুপ।
বেতন তার লক্ষাধিক,
বড়ো উঠান বাড়ি,
ব্যাংক ব্যালেন্স খুব জমেছে
টাকা কাঁড়ি কাঁড়ি।
শরীর তাহার বড্ড ওজন
কথায় রাশভারি,
কেউ যায় না ভয়ে কাছে
উত্তর দেয় না ছাড়ি।
নিত্য তাহার রুপ বদল আর,
পোষাকের কত রং,
অফিসের গায়ে জ্বর উঠে রোজ
দেখলে তাহার ঢং।
সেই স্যারের ধুতির গিরায়
যেই লাগছে টান,
চেহারা তার বদলে গেছে
যেনো খাইছে ভান।
মরবে যেনো কোথাও ডুবে
খুঁজছে হাঁটু জল,
রেগে-মেগে জায়গায় বসে,
ঘুঁটছে পঁচা মল।
বড় স্যার
--মো আলী আহসান
রচনা: ১৫/০২/২৩ খৃ.
যশোর।