ভালোবেসে কষ্ট পেয়েছি,
মস্তিস্ক,মন পিন্জর,
প্রতিটি শিরা উপশিরা ছিন্নভিন্ন,
রক্ত ক্ষরন নরম মাংস ভেদ করে!
দিবা রাতি !
তবুও আমি সুখ পেয়েছিলাম!
অচিন পাখি তোমার কথার
মায়াবী ছন্দে,আনন্দে ভরে গিয়াছিলো প্রাণ!

আমি বুঝিনাই ঐ কথা গুলো এত দামী!
কত তেল লাকড়ীর ব্যায়ে তাহার জন্ম!
ব্যাকুল হৃদয়,ছটফট করে সদা!
এক টুকরো এলোমেলো কথা!
বাতাসে খুজি,শত সহস্র মূখে,
তারপর নির্বাক অপেক্ষার পালা!
শুধু তুমিই পারো !

আমার শত আশার ব্যাকরণ ছন্দহীন হলো!
তুমি জানালে আর পারবেনা!
সেদিন থেকেই আর একটি শব্দ অভিধানে যুক্ত হলো-
যেটি ভালোবাসার সমর্থক শব্দঃ
কষ্ট!
যা শুধু আখি নয়
সমস্ত অস্তিত্বকে কাঁদায়!
সর্বদায় নতুন বেদনার বিষ বুনায়ন করে!
মন জমিনে,বাড়তে থাকে সেটি
বন্য লতার মত পেচিয়ে সক্ষমতার দৃড় শাখাকে!

আর ঐ অযথা মনে ক্ষত সৃষ্টির
বন্য লতার নামই কষ্ট,
যা ভালোবাসার সমর্থক শব্দ!