বাজারের গায়ে চুরুটের আগুন!
নিরবে পুড়ছে,
মারছে,
সমস্ত অবহেলিত জনপদ!
বাজারে পা পুড়ে,
দেহ পুড়ে,
হৃদয়ের শ্বেতকায় মাংসে
ছ্যাঁকা লাগে,
পুড়া গন্ধ আসে।
আমি যতই বলি বাংলায়-
আমার অর্থাভাব,
পকেট শূন্য,
কে শুনে কথা!
দাম কমে না!
রিক্ত পকেটে ফিরে আসি!
সন্তানের মুখের হাসি বন্ধই থাকে,
একপিচ জিলাপির টাকা
আমায় কে দেবে?
আমি বাংলা মাঙ্গি,
আমার বড্ড অভাব!
কে শুনে কথা?
শূন্য হাতে ফিরে আসি!
২১-এর দাম কত?
সালাম, শফিক, রফিকের ভাষাতে
এই মূল্যস্ফীতির গল্প লেখার জন্যই কি!
২১-এর জন্ম??
অভাবীর আঁচলে শহিদের রক্ত লেগে আছে,
সেখানে খাবার জোটে না কেন?
আমাকে বলবে- ২১-এর দাম কত?