অক্ষরবৃত্তে অষ্টাদশমাত্রিক কবিতা
চেয়েছি বাঁধ ভাঙার অবাধ-স্বচ্ছন্দ স্বাধীনতা।
একবার- শুধু একটিবার মাটি ও মার রূপ দেখতে,
দেখতে শরতের কাশফুল ও শিশিরের কোমলতা।
আছি আজও এই বদ্ধঘরে এতটা বছর ধরে,
রেখেছো আমায় অন্ধকারে অপক্ষমতার জোরে,
চারদিকে সব কঠিন দেয়াল চাইছে আমায় রুখতে,
জানালার কাঠে গেঁথে আছে বেড়ি রূপ নাশকতা।
জানিনা কেন এক হয়ে সব চাইছো আমায় মারতে?
হাতে পায়ে গলে বাঁধার শিকল ভাঙছে নীরবতা,
দিচ্ছেনা ওরা শক্ত প্রাচীর, জানালা, দুয়ার ভাঙতে,
বিক্ষোভে বলি, 'তুমি তো আমার নও! হে স্বাধীনতা'।