স্বাধীনতা তুমি ভানু সিংহের কবিতার নির্মাণ,
স্বাধীনতা তুমি জীবনানন্দের কাব্য অনির্বান।
স্বাধীনতা তুমি বীরবলের সবুজ পত্রের পাঠ,
স্বাধীনতা তুমি পল্লীকবির নকশী কাঁথার মাঠ।
স্বাধীনতা তুমি দুখু মিয়ার বিদ্রোহী হয়ে ওঠা,
স্বাধীনতা তুমি কমলাকান্তের বিষবৃক্ষের কাঁটা।
স্বাধীনতা তুমি অনিলা দেবীর দেবদাসের দৃষ্টি,
স্বাধীনতা তুমি মধু কবির অমিত্রাক্ষর সৃষ্টি।
স্বাধীনতা তুমি সত্যেন্দ্রনাথ দত্তের কাব্যে ছন্দ,
স্বাধীনতা তুমি রোকেয়াদির নারীবাদী নিবন্ধ।
স্বাধীনতা তুমি সুফিয়া কামালের সাঁঝের মায়া,
স্বাধীনতা তুমি কবি রুদ্রের অভিমানের খেয়া।
স্বাধীনতা তুমি নির্মলেন্দুর আঁকা বসন্তচিত্র,
স্বাধীনতা তুমি সুকান্তদার দেয়া সেই ছাড়পত্র।


রচনা - ২৫/০৮/২০২০ ই.