চতুর্দশমাত্রিক প্রবাহমান অক্ষরবৃত্ত
রাতের আকাশে চাঁদ, যেন পূর্ণিমার
আধিপত্য ছেয়ে গেছে পৃথিবীর ছাদে।
তবু ঘোর অন্ধকার; ভূলোক বিষাদে।
শোকাভিভূত ঝিঁঝিঁরা নির্বাক-নিশ্চুপ
যেন হাহাকার জুড়ে আছে বসুন্ধরা।
আমি ফিরে আসি ঘরে- লাগে আত্মহারা।
পদতলে মাটি হিম হয়ে আসে, রুদ্ধ
হয় শ্বাস, ক্লান্তি ছেয়ে যায় সারা দেহে।
অম্লজান হ্রাস পায় শোণিত প্রবাহে।
বাতায়ন খুলে রাখি; চারিদিক স্তব্ধ,
নীরব, নির্জনতায় বিভীষিকাময়।
নিষ্ঠুর নিশি যাপনে ভীতির উদয়।
চতুষ্কোণে বন্দী ভাবি; বুঝি কানে বাজে
বেলা ফুরাবার গান নিতান্ত নিভৃতে।
আর নেই অধিকার মায়ার ধরাতে।
আজ চলে যেতে হবে। থাকার উপায়
নেই ভবের মাজারে আর কোনোমতে।
ক্ষমা করো। যদি পারো ক্ষমা করে দিতে।