অক্ষরবৃত্তে চতুর্দশমাত্রিক কবিতা
এই বুকে বয়ে চলে কতই সাম্পান,
কত নোঙর আঁচড় দেয় ভালোবেসে,
কত ঢেউ বলি হয় বৈঠার উল্লাসে,
এই পথে যেতে যেতে মাঝি ধরে গান।
দিন পোহাইলে জ্বলে হারিকেন-কুপি,
রাতের দুয়ার খোলে ঝিঁঝিদের ডাকে,
রাতের শেষের ভোর জেলেদের হাঁকে,
দিনের উদয় হয়; চলে কারচুপি।
ঘরের নতুন বধূ ঘোমটারে ধরে,
নাবিকেরা গুন টানে; বায়ু বিপরীতে,
বুড়ো মাঝি থরথর কেঁপে যায় শীতে,
ঘরের সকল জন মাতামাতি করে।
কৃষকের ছোট বোন মশকরা করে,
ফুপি তুই ফাজলামি করিসনা আর,
ফুপি আর ভাতিজার চলে জিত-হার,
কৃষক শাপলা তোলে ডুব দিয়ে নীরে।
নদীর সফেদ জলে ঢেউ চলে দূরে,
জমে ওঠে কলরব খেলে লুকোচুরি,
জমে যায় ঢেউ আর জলে ঘোরাঘুরি,
নদীর শেষটা শেষ হয় সমুদ্দুরে।