অমিত্রাক্ষরিক প্রবাহমান অক্ষরবৃত্তে চতুর্দশপদী কবিতা


ভীত হরিণীর সিক্ত নয়ন দেখিনি,
দেখেছি ভয়ের কবলে শিশুর কান্না,
শালিক কণ্ঠে বিরহের গান শুনিনি,
শুনেছি মায়ের সামনে তাঁর ধর্ষিতা
মেয়ের আর্তনাদ।কৃষ্ণচূড়া দেখিনি,
দেখেছি সেদিন লাখো শহীদের রক্ত।
বার্তা পড়িনি, পড়েছি তখন ভায়ের
লেখা বোনের কাছে লোহিত রঙা চিঠি।

আমি ছুটেছি সেদিন পথ থেকে পথে,
দিক পেরিয়ে দিগন্তে একটি ফুলকে
বাঁচাবো বলে। কুসুমের মতো কোমল
মূর্তিগুলো ধুলোয় মিলিয়ে দিয়েছিল
পলকেই গুলির শব্দে। এলোপাতাড়ি
পরে থাকা লাশগুলো! খেয়েছিল শকুনে।