এসেছে বোধহয় আজ চিঠি...
যে চিঠি পড়তে গিয়ে জননী আমার!
মুখ তোমার আলো হয়ে যায়।
না...-ল্যাপটপের নীলাভ তা নয়-
অন্য এক সৌরলোক থেকে আসা,
সুখদৃপ্ত আনন্দ ছড়ানো-
যেন এইমাত্র তুমি-ঈশ্বরকে ছুঁলে।
মধ্যরাত্রে দীপাবলী-কোজাগরী খেলা
করে গোপন সায়রে!
ওই দীপ্তি- ওই তৃপ্তসুখ
চাই ই চাই
আমার মুখেও।
যে ঔরস দেওয়া যেতো-দাওনি কখনো;
এবার ছিনিয়ে নেবো।
সৌরলোক থেকে আসা আলো
চৌর্যসুখে মাখবো দু চোখে।
তোমাকে-এবং শুধু-তোমাকে চেয়েই
ডুবে যাই মধু-বিষে;ক্লেদাক্ত আবেশে।
শোণিতে ও বীর্যে আমাদের
পূর্ণাভিষিক্ত হোক
নিষিক্তি বিহীন তীব্র
সময় -বনজর।।