তোমাকে ডাকছি খুবই।
এসে গেলে যেন শান্তি-
যেন এক ঘরভরা সুখ।
তবে শোনার ও তো অক্ষমতা
আছে।

বাতাসের হিসহিস্,
সমুদ্রের আকন্ঠ চিৎকার-
এ সব সরিয়ে দিয়ে,
মাধবীলতার মতো আদরে
ছুঁইয়ে দেবে তোমার শ্রবণ-
রক্তাক্ত জবার মতো আমার
সুতীব্র প্রেম,ততো তো জোড়ালো
নয়, তেমন ও তো শক্তি নেই
ওড়ার ডানায়।

তুমি কি কখনো আনমনা-
আনমনা হয়ে যাও
পাঠনের মাঝে?

টুপটাপ্ শব্দ আসে;-
আকুলিত নীরবতা
ডাকের অধিক হয়ে
চুমুখানি রাখে কি কখনো-
ওষ্ঠ ও চিবুকের মাঝে?