ভালোবেসে আগুন ছুঁয়েছি।
পাবক বহ্নির দাহে
জ্বলতে জ্বলতে, শুদ্ধ হতে হতে-
যেন এই জগতের সীমানা পেরিয়ে
অন্য কোনো সৃষ্ট বিশ্বে-
অথবা অ-সৃষ্ট এক অ-বিশ্রান্ত জগতের
আদরের ছোঁয়া পাই হৃদ্ ধমণীতে।
খল্ বলে গঙ্গায় সন্ধ্যা আরতির তাপ যেন;-
যার স্পর্শে জীবনকে
নিরন্তর ছুঁয়ে যাওয়া লজ্জা অপমান-
মধ্যাহ্ন ছায়ার মতো
সংকীর্ণ ও ক্ষুদ্র তুচ্ছ
আমার আমির তীব্র গ্লানি-
পুন্য স্নানে শুচিশুদ্ধ হয়ে যায়।
অসংজ্ঞেয় চৈতন্যের বিশুদ্ধ অন্তরে
বিশ্রান্তির চিরসুখ পাই।।