আমি তো পাগলই চিরদিন।

তুমিওতো কম পাগল ছিলেনা-দেখেছি।

চিরকাল না হলেও- গননা হিসেব নিলে –
দুইমাস-তিনমাস-
মাস আড়াইও হতে পারে-

তথাপি তো গহন উন্মাদ।

রাত জেগে দিন জেগে
কথার দরজা খুলে কেটে গেছে নিবিড় সময়।

বর্ষনের উদগ্র ফোঁটায়,
ঝঞ্ঝা রাতে-তুমুল তুষারে-

শ্বেত কনিকার মতো-রক্ত কনিকার মতো
প্রবাহিত স্রোতস্বিনী-
কি বিপুল তুমুল আশ্লেষ!

অচুম্বিত চুম্বনের গভীর প্রাপন।

যদিও এখন-
জীবন অতীব মৌন স্থির – গূঢ়তোয়া ফল্গুর মতন ।
যে ঔষধে পাগলামি একেবারে সেরে যায়,
সুস্থ হয়ে যায় প্রাণ-

আমি ও যে সে ঔষধ খোঁজার সন্ধানে রত
দিবসে সন্ধ্যায়  ।

অথবা হয়তো নয়-

হয়তবা আধো প্রচেষ্টায় !