কামনাজয়ী দেবতার দেউল গড়তে গিয়ে
তক্ষক কখন অজান্তে পাথরে ফোটায়
কামনার ফুল, নশ্বর প্রেমকে রেখে যায়
অবিনশ্বর করে, “অমুক তক্ষণশিল্পী
কামনা করেছিল অমুক নারীকে”,
শুধু এইটুকু, আর কিছু নয়,
সেই কামনা মিলনে সার্থক হয়েছিল কি না—
রেখে যায়নি কোনও সদুত্তর।
কিন্তু সেই কামনাটুকু
কালের রক্তচক্ষুর সামনে
আজও সমান ভাস্বর।
মন্দিরে দেবতার সঙ্গে সঙ্গেই
সেও আজ সমান মহিমাময়।
সেই কামনাটুকু আজ জলে স্থলে
অন্তরীক্ষে নীরবে সোচ্চার,
কত তৃষ্ণা, যন্ত্রণা আর উদ্বেল সাহস
তার মাঝে আছে নিহিত,
সেই চিত্রকল্প এক মানবীকে
প্রার্থনা করা এক মানবের,
অমৃতপায়ী দেবতা আর
অমৃতের অংশভাক মানবমানবীর
ঈর্ষণীয় সহাবস্থানের।