আমি চাইছি না,
কিছুই চাইছি না,
কিছু না,
কিচ্ছু না।

অথচ
হাজার চাওয়া
ঘুরপাক খাচ্ছে
আমার চারপাশে,
একটু নরম হলেই
ফুসলে নিয়ে যাবে আমাকে
নিরুদ্দেশে—
হাজারো আপাতরম্য ব্যর্থতার দিকে,
তুচ্ছতার দিকে,
মন খারাপের দিকে।

তার চেয়ে এই ভালো,
চাওয়া নেই,
তথাকথিত পাওয়াও নেই,
দেদার রোদ্দুরে
গা এলিয়ে দিয়ে
বেশ আছি,
তোফা আছি।

খুদে লাল পিঁপড়ে
কামড়াচ্ছে!
কামড়াক—
জবালা গ্লানির থেকে
তা ঢের সহনীয়;

আমি চাইছি না,
কিছুই চাইছি না,
কিছু না,
কিচ্ছু না।