একটি পতাকার তলে আমার জয়গান; আমার স্লোগান
সেই পতাকাই আমার ঠিকানা আমার প্রাণ।
স্বাধীনতা আমি দেখেছি ফাগুনের আগুন ঝড়া দিনে;
দেখেছি তাকে কৃষকের ক্ষেতে সোনালী স্বপ্ন বুনে;
স্বাধীনতা আছে; আছে হাহাকার।
হাহাকার সেদিনও ছিলো; এখনও নেভেনি সে আগুন
এখনও পথে পড়ে আছে তাজা রক্তের লাশ।
এখনো উল্লাসে মাতে;
এখনও দেখি বিবস্ত্রা নারী; পথে চলে বিকিয়ে দিতে সম্ভ্রম;
দেয়ালে থাকে রাজাকার আর স্বৈারাচারের মেলা;
কেউ কেউ বলে স্বাধীনতা নেই;
-আছো তো;
এই দেখো;
স্বাধীনতা আছে ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন নারীদের দেহে;
স্বাধীনতা আছে নাইট ক্লাব আর ভাসমান পতিতালয়ে;
দালালের পকেটে অফুরন্ত স্বাধীনতা রয়েছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে;
রক্তে এনেছি স্বাধীনতা;
রক্তে লিখেছি বাংলাদেশ;
রক্ত নিয়ে এখনও খেলছে ওরা;
আরো রক্ত প্রতিদিন চুষে চুষে খেয়ে নেবে;
চারপাশে সম্মানিত রক্ত চোষা রাজাকার;