সে ঘাটে কেউ নামেনি, সে ঘাটে ভেসে এসেছিলো অজানা এক ফুল,
সে ঘাটে দলাই-মলাই সবুজের রাজত্ব ছিলো, আরও ছিলো কলমীদুল।
সে ঘাটে থামেনি কভু কোন মাঝির নাও,
সে ঘাটে কেউ নামেনি ভেজায়নি কেউ পাও
শুধু সে ঘাটে ভেসে এসেছিলো অজানা একফুল।
সে ফুল থেমে ছিলো কতকাল তা কেউ জানেনি!
থেকে থেকে সে ফুল বৃদ্ধ হয়েছিলো কারো চোখে তা পড়েনি!
সে ফুল একদিন বিলীন হলো তা কেউ জানলো না।
যে ঘাটে থেমেছিলো ফুল সে ঘাট বড় মনোহর।
সে ঘাটে রাত-বিরাতে দিতো না কেউ হানা
সে ঘাটে ঢিল মারতে ছিলনা কারো মানা
তবুও সে ঘাটে থামেনি কেউ, নামেনি কখনো সেথায়
সে ঘাট আমার মনের ঘাট রইলো পড়ে বিথায়