আজকাল আর কাঁদতে পারছিনা
কেউ একজনকে ভাড়া করতে হবে কাঁদবার জন্য
ক্যাকটাসের কাঁটার মতো চারপাশে স্বপ্ন জমে গ্যাছে
উপড়ে ফেলতে পারলে বেশ হতো

তিমিকোষে ডুবিয়ে রেখেছি নাগরিক পাপ ও বন্ধুত্বকে
অপ্রসারিত এই আমি পৃষ্ঠার মতো উল্টে দিতে পারিনি ভাগ্যরেখাকে।
বদলে দিতে পারলে বেশ হতো
সস্তা আবেগ আর সন্দেহের সহাবস্থান ভালো লাগে না

আকুলতা সরীসৃপের মতো বেয়ে উঠছে ক্রমশই
প্রয়োজন ফুরিয়ে আসছে
এবার মহাপ্রস্থান হোক এই নর রূপকারের
মারিয়া কিংবা মরিয়ম হবার ভয় ফুরিয়ে এলো
সারোগেটের আলোতে সৃষ্টি হবে নতুন কুঁড়ি।



:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
রচনাকাল
জানুয়ারী-১৫
সুসং নগর