চলেই যদি যাবে বন্ধূ আমায় নিয়ে যাও; বিদীর্ন হৃদয় থাকবেনা আর তোমার পথ চেয়ে;
পথের ধারে পড়ে থাকা ফুল হতে আর ইচ্ছে করেনা; ইচ্ছে করেনা আর থাকতে একলা একা।
মনের ওই জমিন তলে বিরহের পদাবলী গাওয়া যে, শুধুই বৃথা।
যাবে যদি বন্ধু আমায় নিয়ে চলো;
তোমার যা ছিলো অন্তনীল কথা, ঘুড়ি ভেবে আজ উড়াও আকাশে;
না হয় হলাম আমি দুরের আকাশ কিংবা ধ্রুব তারা,তবুও তো হতে পারি তোমার সঙ্গি পথিক।

জনঅরন্য প্রান্তরে কূয়াশাচ্ছন্ন দুপুরে সূর্য যে উঠেনি এখনো;
তবু দেখো থেমে নেই জীবন কারো !
তবে কেন তোমার জীবন থামলো বলে ফেলছো দীর্ঘ নিশ্বাস;
কেন শীর্ন কৃষ্ণকায় করে মুখ বিষাদে রেখেছো ঢেকে,
কেন উদাসী মনের আঙ্গিনায় ঝুলিয়ে রেখেছো স্বপ্নটাকে;
একুশ বসন্তের দুর্দান্ত দিনে এতো অভিমান কেন; কেন বিষাদে ভরা তোমার ওই স্বপ্নঝুলি।
কেন লাবন্য ধুয়ে মুছে গেছে বরষার জলের মতো,
কেন পারছনা বলতে ছিলো যা; কথার অথৈ সমুদ্রে।

আমিও যাবো নিয়ে চলো আমায়; থাকবো তোমার পাশে,
তবু থাকতে পারবনা বিরহের চরনদাসী হয়ে,কারো অশ্রুজলে;
আমি উড়বো স্বপ্ন আচলে;
নীল বনভূমি বুকে নিয়ে বাচাঁ ভীষন দায়;
শূণ্য থেকে জীবন সাজাবো নয়তো চলে যাবো বসুন্ধরা থেকে; ভাসবো মহাকাশের শূন্য দিগন্তে

চলেই যদি যাবে বন্ধু আজ নিয়ে যাও আমায়.........।



__________________________

রচনাকাল-
২০১০
সুসং নগর