8888888888888888888888888888888
তুমি চাইলে, বৃষ্টি ভেজা দূর্বা হতে দোষ কি ছিলো বলো ?
কিন্তু তুমি চাওনি;
আমি তবু দূর্বা হয়েছিলাম তোমার চরণ পাবো বলে।
আমি খড়কুটো হয়েছিলাম, তুমি বাসা বাঁধবে বলে।
আমি লেকের ধারে দুপুর পথিক হয়ে ছিলেম তোমার চোখ দেখবো বলে।
কিন্তু তুমি চাওনি;
তুমি চাইলে থাকবে একা
অতঃপর
শুরু হলো আমার আকাশ দেখা ।



8888888888888
যখন খুশির তরে আনন্দে ভাসতে তুমি;
যখন তোমার স্বপ্ন ছুঁয়ে আকাশ যেতো চুমি;
তখন যদি শাসন ভরে ব্যাস্ত স্বরে রাঙাতো কেউ চোখ,
লাগতো না হায়!! কিছুই ভালো।
একলা একা মন খারাপের কূয়োয় দিতে তুমি ডুব।



88888888888888888888888
যখন ক্লান্ত সুরে নুপূর জুড়ে উঠতো কোন ঢেউ,
তখন পিছু ফিরে চাইতে আর না ভাবতে না হায়!!
তখন তোমায় ডাকলো না,তো কেউ।
যখন আমার পথে বকুল, থাকতো পড়ে;
যখন সাজাতো সে নিজ মমতায় ফুলেল কোন রুপ।
তখন তুমি চমকে যেতে;
আহা! এ যদি তোমার কুটির জুড়ে থাকতে পড়ে
সারাটি দিন তন্ময় হয়ে থাকতে তুমি চুপ।