আলোর মশাল জ্বালিয়ে দিয়ে
নিশীথ রাতের অন্ধ ধুয়ে
ধরার মাঝে কে গো এলে
বিশ্ব জ্যোতির্ময়।
প্রভাত বেলা আলোর খেলা
ঘাসের ওপর শিশির মেলা
আকাশ গাঙে মেঘের দোলা
বিশ্ব চরাচর।
দিনের শেষে আঁধার এসে
গড্ডলিকায় গা ভাসিয়ে
একটুখানি মুচকি হেসে
করল বিশ্ব আঁধারময়।
নিশীথ রাতের আঁধার হতে
মুক্তি দিতে জ্যোৎস্না আসে
মাঝে মাঝে তাই বিশ্ব হয়
মৃদু আলোকময়।
পঞ্চভুতের সঙ্গী করে
আঁধার হতে বিশ্ব মাঝে
আলোর শিখা জ্বালিয়ে দিতে
আসছে যুগান্তর।
ঐ দেখো আসছে যুগান্তর।
হবে আজ শুধু পরিবর্তন।।