আমি শ্রমিক, কৃষক, শ্রমজীবী মানুষ;
অকিঞ্চন, দীন , নই কিঞ্চনরূপ ফানুস।
আমি দিবানিশি কর্ম করি,
জ্বালিয়ে রাখি প্রদীপ ।
আঁধার থেকে তোমায় মুক্ত রাখি
আঁধারে-তে থাকি আমি ।
আমি কুঠার হাতে কাষ্ঠ কাটি, কর্ষণ করি মাটি,
আমি তোমার ঘর গড়ে দিই, নেইকো আমার বাটি।
আমি তাঁতি হয়ে তাঁত চালাই,
পড়তে পারিনা শাড়ি ।
তোমার পোশাক গড়িয়ে দিই--
আমার থাকে না একপাটি।
আমি কৃষক লাঙ্গল টানি, রোদ জল নিয়ে শিরে;
গাছে গাছে ফসল ফলাই, কঠিন মাটিরে চিরে।
ঝড় জল রোদে পুড়ে ,
ফসল আনি ঘরে ।
সবার মুখে অন্ন তুলি ;
আমার ঘর না খেয়ে মরে ।
আমি মজুর কষ্ট করি, পাথর আনি ঘাড়ে
অট্টালিকা গড়িয়ে দিই, থাকি অনাহারে ।
আমি তোমায় প্রশ্ন করি;
বল একটি বারে ।
সারা জীবন কষ্ট করে---
কেন শ্রমিক মরে?
আমি চির দীন- দরিদ্র শ্রমজীবী মানুষ;
হাত বাড়িয়ে তুলে ধরো, নইকো আমি ফানুস।।