রাগ করেছে খুকুমনি
দিদির কথা শুনে ,
তাইতো সে আজ ভাত খায়নি
সময় গুনে গুনে।
ভেবেছিল দিদি এসে
খাইয়ে দেবে তারে ,
কিন্তু দিদি আসে নাই তো
মনটি ভারি রাগে।
রাগ যে খুকুর স্বভাব জাত
মনটি তার ভালো ,
সকলকে আপন করে
নিজের কথা ছাড়া ।
মন্দ কথা বলে নাকো
মন্দ নাহি শোনে ,
আপদ -বিপদ যখন আসে
তখন থাকে পাশে ।
মন যে তারই বড়ো ভালো
ভালো তাহার রাগ ,
দিদির কথা শোনে শুধু
থাকে সবার সাথ ।
দিদি তার নয়নমনি
দিদি তার প্রাণ ,
সে যে তার দিদির খুকু
রাখে দিদির মান ।