মধ্য রাতে বৃষ্টি পড়ে
চোখের জল যে থই থই করে।
মা যে আমার গেল চলে
দিন -রাত কভু নাহি বলে।
মা যে শুয়ে ছেলের কোলে
কখন যে রাত গেল চলে।
সূর্যমামা উঠে বলে
প্রভাত যে হল ওরে ।
মার পড়নে রঙিন শাড়ি
ললাটে মাগো সিঁদুর ভরি ।
চরণে মা আলতা পড়ে
শুয়ে থাকে শব হয়।
পাশে ছেলে থাকে বসে
কাঁদে যে সে হাউ হাউ করে।
ফুল দিয়ে মা সাজলো ওরে
শ্মশান ঘাটে যাবে বলে ।