এক যে ছিল বন্ধু আমার
আয়ুষি তারই নাম,
মুখেই তাঁর মিস্টি হাসি
নেইকো কোনো গম।
নয়নই তার সজল বরণ
হালকা মেঘের টান,
নয়নমনি কুচ্ছ কালো
পীতাম্বরের দান।
বাদল আজি হার মেনে নেয়
এমনই তার গড়ন,
হাত দুটি তার বড়ই কোমল
কমল করে বরণ।
মিষ্টি মুখে মিষ্টি হাসি
করে সবার মনকে পাগল,
তার ভাব-ভাবনা আকাশ ছোঁয়া
নিত্য-নতুন আনা-গোনা।
তার কথা বলার স্টাইলগুলো
তোতা পাখির ধার করানো,
পা দুটি তার পাখনা যেন
এপার-ওপার করে গমন।
শিক্ষা নেবার ধ্যান-ধারণা
বিবেকের কাছে পাওয়া।
পিতা-মাতা গুরুজনের
আশীর্বাদই বাকি চাওয়া।
মন যে সদাই বয়ে চলে
শ্রাবণ-ধারার বেগে,
চঞ্চলতাই স্বভাবজাত
হৃদয় হতে জাগে।
প্রস্ফুটিত পুষ্প খানি
প্রভাত বেলা ওঠে
রবি যদি দেয়না দেখা
রক্ত নয়ন রাগে।
রাগলে পড়ে মানায় ভারি
তাইতো সবার রাণী ,
সবাই তারে আদর করে
বলতো নয়নমণি ।