ওগো বন্ধু, তুমি কি বধির হয়ে গেছ?
তুমি বুঝতে পারো না
আমার মরণপন কথা,
তুমি কি অনুভব করো না
আমার স্পর্শের ব্যাকুলতা,
তোমার নিকট থেকে
আমি যে আনন্দ অনুভব করি
আমার নিকট থেকে
তুমি কি সেই আনন্দ অনুভব করো না ।
ওগো বন্ধু, তুমি কি বধির হয়ে গেছ?
ধরনীর তলে দাঁড়িয়ে
সকলের অকপট হতে,
আমার হৃদয়ের অফুরন্ত ভালোবাসা
উজার করে দিয়েছিলাম
তোমার হৃদয় অন্তরে ,
তুমি কি দেখতে পাও না
আমার এই ভালোবাসা।
চিত্ত কি অন্ধতামসে পূর্ণ
লোচনয়ন কি দুর্বিপাকগ্রস্তে ভীত,
ওগো বন্ধু, তুমি কি বধির হয়ে গেছ?
দক্ষিণের বাতাসসম আবেগ
সকলের হৃদয় স্পর্শ করল,
উন্মিলিত করল বক্ষদেশ,
তোমার হৃদয় কি স্পর্শ করল না?
তবে কেন আমার নিকটে আসো
আমাকে সাহায্য করতে,
কেন আমার জন্য দুঃখ সহ
শুধুমাত্র সহানুভূতি দেখাতে,
তুমি নীরব রহিও না, কিছু বলো
ওগো বন্ধু, তুমি কি বধির হয়ে গেছ?