আমি বললাম তুমি এলে তাই
জলাভূমি থকে বাষ্প নিয়ে
আমার জন্য মেঘ হয়ে
বারিবর্ষণে নিমর্জিত করতে
এই শুষ্ক রিক্ত তনুটাকে।
এই ছিন্নভিন্ন হৃদয় থেকে
সমস্ত মলিনতা দূর করতে
তুমি এলে তাই--
তুমি এলে তাই--
আমার হৃদয় আনন্দে ভরে ওঠে,
এক অফুরন্ত প্রাণ স্পন্দন জেগে ওঠে
তুমি এলে তাই আমি খুঁজে পাই
স্পর্শ করবার প্রথম অনুভূতিটাই
তুমি এলে তাই, আমি চাই
আমার প্রতি তোমার ভালোবাসাটাই,
তুমি এলে তাই--
আমি বললাম তুমি এলে তাই
সময়কে তুড়ি মেরে দ্রুত গতিতে
সবার আসার অনেক আগেই অগ্রভাগে
পাঠ্যসূচি শেষ না হলে শেষ করে
তুড়িত ঘটে তোমার আগমন আমার তরে
আমাকে ভালোবাসায় দগ্ধ করতে
আমাকে চকিতে স্পর্শ করতে
তুমি এলে তাই--
তুমি এলে তাই--
আমি অক্সিজেন পাই নতুন করে বাঁচতে
হৃদয় থেকে উৎসারিত মর্মধ্বনি শুনত্
তুমি এলে তাই, আমি যাই
দেশ হতে দেশান্তরে অমরকে আনতে,
তুমি এলে খুঁজি আমি তাই
ভালোবাসার ভাষা যদি পাই,আমি চাই
তুমি এলে তাই--