আমি যে তোমায় এত করে সুধাই
বুঝিতে চাহ না কেন?
শুধু যে তোমায় বারে বারে বুঝাই
শুনিতে চাহ না কেন?
শুনিলে তবে বুঝিবে তাহা
সুধিবে জীবনবাণী।
সমাজের যত মনুষ্য জাতি
নয়কো সবাই ভালো,
তোমায় সবাই হিত করিবে
নেইকো এমন আলো।
আছে যাহা সব নির্দয় প্রাণ
রাখে না কারোর মান,
তুমি জানিবে সমাজের চেয়ে
বড়ো যে নারীর সম্মান।
সকাল বিকাল যাহা দেখো তুমি
সবই যে গোলক ধাঁধা,
আঁধার হলে বুঝিবে তুমি
সে যে মরুভূমি 'মরীচিকা'।
দিবা দিনে তুমি দেখিবে মানুষ
কত যে বড়ো শান্ত,
আঁধার ঘনালে বুঝিবে তবে
তাহারাই কত হিংসাত্মক।
আমি যে তোমায় এত করে সুধাই
বুঝিতে চাহ না কেন?