ধরণী আজ বড় অসহায়
নিশ্চুপ বুঝি তাই আজ,
তাঁর সন্তানেরা বড়োই কটু
নেই কোনো তাদের লাজ ।
যখন-তখন করে দলাদলি
আঘাত হানিছে শিরে,
ভাইয়ের রক্তে লাল করেছে
ভাই বলে ডাকে যারে ।
রাজনীতি করে বোঝেনা নীতি
নৈতিক জ্ঞান তাদের নেই,
কোনোদিন তারা দেখেনি খুলে
ইতিহাসের কোনো বই ।
তাই তারা দলাদলি করে
হানাহানি করে মরে,
রাষ্ট্রনীতির বইগুলি সব
তা দেখে মাথা ঠুকে মরে ।
জ্ঞানশূন্য পাষণ্ড হয়ে আজ
ছাপিয়ে গিয়েছে বর্বরতাকে,
ভাই হয়ে ভায়ে করে কষাঘাত
বিচারবুদ্ধি ত্যাগ, বিবেক হারিয়ে ।
ভাইয়ের রক্তে করে মাখামাখি
বসন্ত চলে গেছে খেলে হোলি,
ধরণী আজ বড় অসহায়
নিশ্চুপ বুঝি আজ তাই ।
জীবনের যত গ্লানি আছে
ত্যাগ করো সবে মিলে,
রাজনীতি, হিংসা দলাদলি
মনুষ্যত্বকে শুধু মারে ।
হাতে হাত রেখে চলো একসাথে
ভাই বলে ডাকো যারে,
মানুষ হয়ে মানুষকে বাঁচাও
মনুষ্যত্বকে মুছে ফেলো না ।