আমি হারিয়ে ফেলেছি আমারই সব
আঁধারেতে আছি আমি ডুবে ।
আমার চেতনাতীত মনে জ্বলে ছিল
যে প্রদীপ, আজ তা গেছে নিভে ।
আর কোনোদিন জ্বলিবেনা প্রদীপ
জাগিবেনা কোনো চেতনা মনে ।
জাগিবো শুধু আমি ,আমার কল্পনা
থাকিব আঁধারে সংকীর্ণ বদ্ধ ঘরে ।
হারিয়ে গিয়েছে মনের হাসি
হারিয়ে গিয়েছে হিয়ার হর্ষ ।
যা কিছু ছিল বিলীন হয়েছে
পড়ে রয়েছে চোখের অশ্রু ।
কি হারালো ,কেন হারালো বোঝার আগে
বুঝিয়ে দিল, তোমার নেই কোনো স্থান ।
জরাজীর্ণ বিদীর্ণ মন আবেগের সুরে
কহিল শেষে, ফুরিতেছে তোমার প্রাণ ।