যখন দেখবে আমি নেই
ডায়েরির পাতাগুলি খুলে দেখো ।
আমায় পড়বে মনে---
প্রতিটি পাতায় ছড়ানো রয়েছে
সেই সকল স্মৃতিগুলো ,
যেগুলি আমার ও তোমার
একান্ত আপন -------
পাতাগুলি খুলে দেখো ।

যখন দেখবে আমি তারা হয়ে গেছি ,
সুদূর অন্তরীক্ষে নক্ষত্র মাঝে ।
ডায়েরির পাতাগুলি খুলে দেখো ।
আমাকে পাবে খুঁজে ----
কতগুলি বর্ণ ও শব্দের মাঝে ;
কিংবা বাক্য ঘেরা ছত্রের মাঝে ।
দেখা দেবো ----
পাতাগুলি খুলে দেখো ।

যখন জানবে আমি অশরীরী হয়ে গেছি,
ডায়েরির পাতাগুলি খুলে দেখো ।
আমি কোথাও যাই নি -----
প্রতিটি চরনের ফাঁকে-ফাঁকে;
নীল লাইনে আমার উপস্থিতি জানান দেবে ।
প্রেত হয়ে থেকে গেছি তোমাকে প্রাপ্তির আশায় ,
সাড়া দেবো ------
পাতাগুলি খুলে দেখো ।

যখন বলবে আমি তোমাকে চাই,
আমি আর নাই -----
ডায়েরির পাতাগুলি খুলে দেখো ,
কালি হয়ে রয়ে গেছি
তোমার ডায়েরির পাতায় ;
তবে হারিয়ে যাই নাই ।
কালি দিয়ে তোমার মনের কালিমা মুছে দিয়েছি,
পাতাগুলি খুলে দেখো ।

----------------------------------------