আলো আছে, তবু কেন মনে হয়--
আধাঁরেতে আছি আমি পরে ,
আনন্দে আছে, তবু কেন মনে হয়--
হিয়া মাঝে বেদনা আছে জমে ।
সবাই তো আছে সুখী,
তবে কেন আমি দুখী ।
সারাদিন ঘুরেফিরে শূন্য প্রান্তরে
ছোট্ট নদীতীরে রয়েছে পরে,
সবাই আছে, তবু কেন মনে হয়--
আধাঁরেতে আছি একা পরে ।
সুখ আছে, তবু কেন মনে হয়,
দুখেতে এজীবন আছে ভরে ।
মন আছে, তবু কেন মনে হয়,
অন্য কোনোখানে গেছে চলে ।
সবাই তো চলে যাবে ----
কে কার মনে রবে ।
নীরব ভাষার সুরে শূন্য নদীতীরে,
নয়নে নয়ন মেলে রয়েছে পরে ।
সুখে আছে, তবু কেন মনে হয়,
দুখেতে এজীবন আছে ভরে ।
ভালোবাসা আছে, তবু কেন মনে হয়
ঘৃণাতে এজীবন আছে ভরে ।
সুর আছে তবু কেন মনে হয়
জীবনের বাণী বেসুরের তালে নাচে ।
জীবনতো নিত্য না রবে
সুর-বেসুর যে চিরকাল রবে ।
প্রকৃতি যে প্রকৃতির তালে চলে
মানব মানবী ভালোবাসায় মরে
ভালোবাসা আছে তবু কেন মনে ঽয়
ঘৃণাতে এজীবন আছে ভরে ।