সেল্ফি চেয়েছিলাম
পাবো সেটা এতো সত্তর
তাতো ভাবিনি I

আকাশে তাকিয়ে ছিলাম,
সেদিন মাঝরাত,
অসীম শূন্যে ভাসমান পূর্ণিমা-র চাঁদ I
মিটিয়েছিলাম কাঁচা হাত-এ
ইদানীং জেগে ওঠা,
ফোটোগ্রাফি-র সাধ l

মাঝরাত না রাত-দুপুর?
অন্ধকার লুকিয়েছিল,
প্রবল প্রখরোজ্জল,
তবু কি নির্মল ও শীতল
দুধ সাদা জ্যোৎস্না-র পেছনে I

মুঠোফোনের স্পর্ষপর্দায়
উপচে পরে
স্বতঃস্ফূর্ত আর নিষ্পাপ,
সেই চাঁদ-এর হাসি l

খুশিতে ভোরে ওঠে মন,
নেচে ওঠে হৃদয়,
হালকা হোয়ে ভেসে যায়
বাতাসে শিমুল তুলো I

তাহলে কেন  
কোথায় যেন,
লাগে এক সরু খোঁচা,
জেগে ওঠে
এক সুক্ষ ব্যথা!

চেয়েছিলাম আমি,
আর সাথে পেয়েছে সবাই l

হিংসুটেপনা জেগে ওঠে মনে...মনে হয়,
হিসাবে কোথাও গরমিল রয়ে গেছে ,
ভুল হয়ে গেছে....বোধহয় I

১০/০৯/১৭