না মেলা উত্তর


কোথায় যেন বোধহয়
একটা গরমিল হয়ে গেলো,
উত্তরটাতো মিললনা শেষে !

তবে  পদ্ধতিটাতে আছে
গভীর  বিশ্বাস l

তাহলে থাকনা অমিলটা l
উত্তরমালায় উত্তরটাতো
ভুল-ও ছাপা হতে পারে l

অপেক্ষার ভেলায় চড়ে
ভেসে পড়ি সময়সায়রে
সঠিক উত্তরের খোঁজে l

শুনেছি সময়ের পাতায়
নির্ভুল উত্তর ছাপা হয় l


১/৭/১৭