ডি.পি.

তাকিয়ে দেখতাম
আর শুধু ভাবতাম
আকাশে উড়ে উড়ে
অরণ্যে ঘুড়ে ফিরে
ধরা দেওয়ার মন করে
খাঁচাটাতে,
কবে এসে বসবে l

হঠাৎ দেখি আজ
আকাশে মেঘের সাজ
বাতাসে গতি দ্রুত
মাটির সোঁদা গন্ধ
বর্ষার সুরুয়াত l

আর এর-ই মাঝে
খেয়াল-এর অগোচরে
কোকিল এসেছে ফিরে
বসেছে ডিপি-র পিঞ্জরে l

১২/০৮/১৭