ক্যাসিওপিয়া
যদি কোন সন্ধেবেলায়
উঠে দেখি পাহাড় চূড়ায়
আকাশ খানি আঁধারে ভরা
বুজে গেছে সব কটি তারা
তবুও তখন মন মানে না
হৃদয় তলে ঢেউ ওঠে যে
এদিক দেখি, ওদিক দেখি
হন্যে হয়ে আকাশ পানে।
কোথায় গেল সেই তারাটি
হাসত যে শুধু মিটি মিটি
একটু খানি দেখা দিয়ে
লুকিয়ে যেত মেঘের পিছে
এই আছেতো, এই নেই
খেলতো খালি, লুকোচুরি।
সন্ধ্যা বয়ে রাত এসে যায়
ধীরে ধীরে চোখ সয়ে যায়
ব্যথার সাথে বন্ধুত্ব করে,
মন ও হৃদয়।
চোখে লাগে ঘুমের কাজল
ভেসে যাই স্বপ্নলোকে
চমকে দেখি হৃদয়াকাশে
সব কটি তারা জ্বলছে সেথায়
তারই মাঝে মিটি মিটি
মুচকি হাসে আমার পিয়া,
ক্যাসিওপিয়া।
২৫/০৩/২০২৫