অবাস্তব​ স্বপ্ন

সফল বাস্তব আর স্বপ্নের ফারাক-টা কোথায়?
পেছন ঘুরে সময়রেখা ধরে  হেঁটে গেলে
প্রতিটা বাস্তব-ই খুঁজে পাওয়া যাবে
অতীতের কোনো এক বা কতগুলো
স্বপ্নের ঠিকানায় l

জলীয় বাষ্প, ঘনীভূত হোয়ে,
ঘন কালো মেঘ হবে,
কবে কোথায় ঝরাবে বৃষ্টি?
তার অঙ্কীয় সূত্রটা
মোটামুটি বোঝা গেলেও,
ওই সমীকরণটা কোথায় পাবো?
যেটা দিয়ে বুঝে যাবো,
কতটা স্বপ্ন জমাট বেঁধে
কবে ঘটাবে সেই বাস্তবের সৃষ্টি?
যাতে চাতক মন-টা একটু গলা ভিজিয়ে নেবে
আর  হৃদয়ে আসবে কিছুটা  তৃপ্তি l

08/11/2017