আমি এক লাইটপোস্ট, এই শহর আমার ঠিকানা
নির্দিষ্ট রাস্তার নির্দিষ্ট পরিসর, আমার কার্যসীমানা
সন্ধ্যা হতে ভোর পর্যন্ত আমার কাজের সময় বাঁধা
নিশ্চল দাঁড়িয়ে থাকি কখন আসবে আবার সন্ধ্যা
কত ভোরের আকাশ দেখেছি, হাজার সন্ধ্যা তারা
বিগত-স্বাগত বছরের সন্ধিক্ষণ, মানুষ আত্মহারা
প্রকৃতির স্নিগ্ধ মায়ার পরশ বহুবার আমি পেয়েছি
তেমনি ভয়ংকর রুদ্রমূর্তি ! বিস্মিয়ে বিমূঢ় হয়েছি
সুখের স্মৃতিতে আছে বৃষ্টি শেষে ক্ষনিকের রঙধনু
পূর্ণিমার চাঁদ আর নতুন চন্দ্র মাসের বাঁকা চন্দ্রধনু
এ মনের গভীরে গেঁথেছি সূর্যোদয় -সূর্যাস্ত রাগিনী
বাংলা নববর্ষের গণসমুদ্রে উল্লাসিত তরুণ তরুণী
মন কেঁদেছে মায়ের কোলে ক্ষুধার্ত শিশুর কান্নায়
দেখেছি দুর্বৃত্তদের হাতে পথচারী কত না অসহায়
দাপট দেখাতে মাস্তানদের ছুরি মারামারি দেখেছি
দালাল চক্রে ক্ষুধার্ত গণিকা, নীরবেই দগ্ধ হয়েছি
বিচিত্র এতসব দৃশ্য দেখে আমি ভাবি আপন মনে
কাব্য, সাহিত্য সবই আছে আমার নিশ্চল জীবনে
গাল্পিকের লেখায় হতে পারে এক অনন্য ছোটগল্প
তেমন কোনো কবিই জন্ম দেবে অমর রূপক-কল্প
যখন জীর্ণ পুরাতন, এই আমি চলে যাব অবসরে
বসবে নতুন লাইটপোস্ট, কে মনে রাখবে আমারে
লোহা ভাঙ্গার কারখানা হবে আমার শেষ ঠিকানা
আমার ভগ্নাংশে হবে নতুন পণ্য, কেউ জানবে না