স্বাধীনতা মানে কি?
মাত্র একটা দিনই বা কেন এর উৎযাপন হয় ?
কবিতার সারিতে ভরে ওঠে ব্লগ,
কত নতুন লেখা, কত নতুন ভাবনা,
কত নতুন মুখ দেখা যায় টিভিতে।
তবে কিছু প্রয়োজনীয় তথ্য মনে রাখা দরকার।
স্বাধীনতা আসে ত্যাগ, শান্তি আর বিশ্বাসের
প্রকৃত ভাবে বেড়ে ওঠার মধ্যে দিয়ে।
আর দেশভক্তি কিন্তু দেখানোর জিনিস নয়,
এটা একটা পবিত্র অনুভূতি,
একটা অলিখিত মানবিক ধর্ম।
আমার দেশ আমার সম্মান, আমার গর্ব।
আমার এক অনন্য পরিচয়,
যাকে জাতীয়তাবাদ বলা যায় না।
এটা আমার ভালোবাসা আর শ্রদ্ধার
একটা অপ্রকাশিত রূপ মাত্র।
তাই স্বাধীনতা হোক
''স্বাধীনতা''র তথাকথিত ধারণা থেকে।
তবে এটা কিন্তু পরিবর্তন নয়,
নবত্বের প্রকাশনাও নয়,
বরং, জ্ঞান আর অভিজ্ঞাতার সীমানাটা
আরেকটু প্রসারিত করার চেষ্টা কেবল।
স্বাধীনতা হোক মানব চেতনার,
স্বাধীনতা হোক স্বাধীনত্বের।।