চলো, আরেকবার খেলা যাক,
শেষ থেকে শুরু করা যাক।
এত বিশাল এই পৃথিবী,
আমরা তো সারাদিন দৌড়াচ্ছি,
এই দৌড়ের গন্তব্য কোথায় না জেনেই।
কিন্তু ভেবে দেখো,
একটা অদ্ভুত প্রতিযোগিতা আছে,
যার শুরু আর শেষ দুটোই নিশ্চিত।
এই খেলায় কেউ হেরে যায় না,
কেউ জিতবে ভেবেও রাস্তা হারিয়ে ফেলে।
তুমি হয়তো বলবে, এটা জীবন।
আমি বলবো, এসব তত্ত্বকথা !
আসলে, মাঝের দেওয়ালটা খুব অস্পষ্ট।
জেতা হারা সব এক হয়ে যায়,
আর প্রতিযোগিতাটা চলতেই থাকে।
তাই চলো, আরেকবার খেলা যাক,
শেষ থেকে শুরু করা যাক।