প্রাণের পরশ এমন তীব্র ভাবে,
ভোলায় কেন অশরীরীর স্পর্শ?
পাশ্চাত্যের হাওয়ায় নাচে মানুষ
আঙুল ডগায় বন্ধ আলোকবর্ষ।
নীল তিমিরের অন্ধ তারার কাছে,
পাগলিনী, তোর কিসে তবে সুখ আছে ?
ভাব সাগরে রূপক বলে গল্প
প্রশ্ন ভাসে জোয়ারে সারতসার।
সময়ের ডাকে অচিন পাখিও ফেরে,
তোমরা বলো, কে-ই বুঝি আজ কার !
ইচ্ছে জালে মায়ার প্রবেশ স্পষ্ট,
পাগলিনী, তোর কিসে আছে তবে কষ্ট?
আমবনে আজ ডানা ঝাপটায় শিল্প,
উৎকর্ষতা সৌন্দর্যের রূপ,
সভ্যতার ওই শ্মশান শূণ্যে জ্বলে
মাটির প্রদীপ, নৈবেদ্যের ধূপ।
স্বপ্নে বিভোর রঙ পিশাচের খেলা,
পাগলিনী, তুই কেন এত মনখোলা ?