এভাবেও ফিরে আসা যায়
যদি ক্ষমা চেয়ে নাও,
যদি হাসতে শেখো,
যদি দুঃখ ভুলে সামনে তাকাও
যদি বাসতে শেখো ভালো।
এভাবেও ফিরে আসা যায়
যদি সুরের মানে বুঝতে শেখো
যদি হারের সামনে শিখতে শেখো
যদি বিদ্যা থেকে বিনয় পাও,
যদি কান্না দেখে অস্থির হও।
এভাবেও ফিরে আসা যায়
যদি মৃত্যু মাঝে সৃষ্টি দেখো,
যদি হিংসে ছাড়া বাঁচতে পারো,
যদি অল্পকে ভাগ করতে শেখো,
যদি সব সম্ভব মানতে শেখো।

তোমরা মানুষ জাতি,
শ্রেষ্ঠতম জীব,
একটু চেষ্টা করেই দেখো,
হ্যাঁ, এভাবেও ফিরে আসা যায়।