আমি আজও স্বপ্ন দেখি,
ভোরের শীতলতা কাটিয়ে
নতুন সূর্য আভা ফোটানোর।
স্বপ্ন দেখি কবিতা লেখার,
স্বপ্ন দেখি রঙ পেন্সিল হাতে
ক্যানভাস রাঙানোর।
পিউপা ছেড়ে প্রজাতির মতো
উড়ে যাওয়ার আশা নিয়ে
স্বপ্ন দেখি জীবনটা সাজানোর ...
জোনাকির আলোয় নস্টালজিয়া,
স্বপ্ন দেখার সেই চোখ আজ দুর্ঘটনার শিকার,
যে হাত আকাশের দিকে মেলে ধরে ভেবেছিলাম, পৌঁছেগেছি সব পেয়েছির দেশে,
সেই হাতে আর শক্তি নেই।
শক্তি নেই বাস্তবটাকে আঁকড়ে নিয়ে বাঁচার,
শক্তি নেই সত্যের সম্মুখীন হওয়ার।
তবু, স্বপ্ন দেখি।
স্বপ্ন দেখি নির্দ্বিধায় অজানাকে জানার।
বাস্তবে যা পাইনা, স্বপ্নে তার অনেকটাই পেয়ে যাই,
আমি হেরে যাইনি, এটা ভাবতে পারি।
আমার স্বপ্নগুলো শরীরে সীমাবদ্ধ নয়,
তাই আমিও পারবো আকাশ ছুঁতে,
রাতের গভীরেও অমৃত নক্ষত্র ভালোবেসে।