সস্তা জীবন ব্যর্থতা বেচতে বেচতে, হয়েছে অনেক দামি!
তাই,সমালোচনার বিষয় এখন, ব্যর্থ মানুষ আমি।
বাঁচার ধরনটা নয় তাদের মতো, স্বপ্নগুলোও আলাদা,
তাদের চিন্তা আমায় নিয়ে,হবো নাকি কোন বাউন্ডুলে দাদা।
আমি কিছু বলি না,তাদের কাছে ব্যর্থ আমি, বদ্ধ ঘরের মতো,
আমার কাছে ওটাই মুক্ত চিন্তা, কারোর প্রভাবে, নয় প্রভাবিত।
বাঁচতে এসেছি মশাই,ঘর বিছানা আর নাইবা থাকল বালিশ,
শান্তির ঘুম তাতেও আসবে,যদি নিজের প্রতি না থাকে কোনো নালিশ।
তোমাদের কাছে বাঁচা মানে তো, আর্টিফিশিয়াল ওয়ালপট্টির সুখ,
আমার কাছে মায়ের আঁচলের গন্ধ,আর রাত্রে রাগ ভাঙিয়ে মেটানো কোনো ভুখ।
তাই আমরা মানুষ হতে পারি, কিন্তু একই মানসিকতার নয়,
তুমি যেখানে অন্ধকারে ভয় পাও,আমি সেখনেই মেলি হৃদয়।